রাবিতে ১৬ দিনের শীতকালীন ছুটি শুরু ৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০১৯ ০৫:২৫ অপরাহ্ন
রাবিতে ১৬ দিনের শীতকালীন ছুটি শুরু ৩ জানুয়ারি

শীতকালীন অবকাশ উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) থেকে ছুটি হয়ে চলবে ১৮ জানুয়ারি (শনিবার) পর্যন্ত। এদিকে ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকতে পারে বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ পরিষদ। 

জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার বলেন, ৫ জানুয়ারি রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় ৩ জানুয়ারি শুক্রবার থেকেই এই ছুটি শুরু হবে। আবার শেষেও একইভাবে দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১৮ জানুয়ারি পর্যন্ত এ ছুটি থাকবে। 

তিনি আরো বলেন, ১৯ জানুয়ারি রবিবার থেকে পুনরায় ক্লাস পরীক্ষা শুরু হবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকলেও জরুরি বিভাগসমূহ যথারীতি খোলা থাকবে।

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী বলেন, হল খোলা থাকবে কিনা সে ব্যাপারে এখনো প্রাধ্যক্ষ পরিষদের যদিও মিটিং হয় নি। তবে এবারে আবাসিক হলগুলো খোলা রাখা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব