প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৩৯ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি পদের বিপরীতে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
