
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন আরও তীব্র করছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। পরে জনদুর্ভোগ এড়াতে সড়ক থেকে সরে দাঁড়ালেও ঘোষণা দেন—অধ্যাদেশ হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রাতেও শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে তারা স্লোগান ও মানববন্ধন কর্মসূচি চালিয়ে যান।
