বিজয়ের মাস উপলক্ষে একঝাঁক তরুণ শিল্পীর বাদ্যবাজনা ও সুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হয়ে গেলো এক বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার ( ২ ডিসেম্বর ) সাংস্কৃতিক ইউনিয়ন জবি সংসদের আয়োজন করে বিজয় উৎসবের। দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফটকে বিজয় উৎসব উপলক্ষে সংগীত পরিবেশন, আবৃত্তি এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আয়োজন নিয়ে ছাত্র ইউনিয়নের জবি শাখার সভাপতি কে.এম মুত্তাকী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে অগ্রণী ভূমিকা রাখছে জবি শাখা সাংস্কৃতিক ইউনিয়ন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার লড়াই অব্যহত রাখতে আমাদের আজকের আয়োজন।
জবি শাখার সাবেক সভাপতি রুহুল আমিন বলেন, আমরা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি কিন্তু জাতি হিসেবে পুরোপুরি স্বাধীন হতে পারিনি। ধর্ম-বর্ণ-শ্রেণী পেশা নির্বিশেষে নির্বিশেষে জাতি হিসেবে স্বাধীনতা নিশ্চিতে সাংস্কৃতিক ইউনিয়ন কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জবি শিক্ষার্থীদের ব্যান্ড দল ট্রাভেলার্স, স্বপ্নবাজি, পিকাসোর পায়রা, আবোল-তাবোল, মনের মানুষ, অভিকর্ষ, উদীচী জবি সংসদ। কবিতা আবৃত্তি করে জবি আবৃত্তি সংসদ। অনুষ্ঠানে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল , সাধারণ সম্পাদক অনিক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।