
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ২০:৫১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দকে অবিলম্বে কাজে যোগদান করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মবিরতি ও পরীক্ষাবর্জনের মতো শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
