
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ১২:২১

দেশের দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও ডিজিটাল করার লক্ষ্যে শতবর্ষী ‘নিবন্ধন আইন, ১৯০৮’ সংশোধন করা হয়েছে। ‘নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬’ জারির মাধ্যমে দেশে ইলেকট্রনিক রেজিস্ট্রেশন বা ই-রেজিস্ট্রেশন ব্যবস্থা চালুর পথ উন্মুক্ত হলো। এর ফলে সরকারি অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে দলিল উপস্থাপন ও নিবন্ধন করা যাবে।
