ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্তের কথা জানান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় মনোনয়নপত্রে নির্দিষ্ট কিছু আইনগত অসঙ্গতি পাওয়ায় তা বাতিল করা হয়েছে। তবে বাতিলের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
মনোনয়নপত্র বাতিলের ঘোষণার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে ডা. তাসনিম জারা বলেন, তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। তার মতে, আইনগতভাবে তিনি নির্বাচন করার যোগ্য এবং আপিলের মাধ্যমে ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী।
এর আগে গত ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দেন ডা. তাসনিম জারা। একই সঙ্গে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলে ওই পোস্টে উল্লেখ করেন।
মনোনয়নপত্র বাতিলের ঘটনায় ঢাকা-৯ আসনের নির্বাচনী পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।