
প্রকাশ: ৩ মে ২০১৯, ২২:৪৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঘূর্ণিঝড় ‘ফণী’র আঘাতের আশঙ্কা বিবেচনা করে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান। প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক আমিনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবাসিক হলগুলোতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এতে বলা হয়, আজ সন্ধ্যা ৬ টায় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। বিকাল ৫টার পরে দরজা জানালা বন্ধ রেখে সকলকে হলে অবস্থানের জন্য নির্দেশ দেওয়া হলো।


ইনিউজ ৭১/টি.টি. রাকিব