ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে আগামী ৪ মে (শনিবার) এইচএসসির সব বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৪ মের পরীক্ষা ১৪ মে (মঙ্গলবার) যথা সময়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ মে) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন। রুটিন অনুযায়ী আগামী ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকেলে গার্হস্থ্য অর্থনীতির প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরিবর্তিত রুটিন অনুযায়ী ৪ মের পরীক্ষা আগামী ১৪ মে (মঙ্গলবার) একই সময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার (৩ মে) ভারতের ওড়িশা হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। এ জন্য উপকূলীয় ১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।