ভূরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবার চালান আটক

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , নিজস্ব প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: শনিবার ১৫ই মার্চ ২০২৫ ১০:০১ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবার চালান আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের আনন্দ বাজার এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।


কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের একটি টহল দল শনিবার বিকালে তিলাই ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামানোর চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ওই ব্যক্তি পালিয়ে যায়।


দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহল দল এসময় ঘটনাস্থল থেকে দুই হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে একই ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের একটি চালান জব্দ করে।


দিয়াডাঙ্গা ক্যাম্পের কমান্ডার সুবেদার বায়েজিদ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আগামীকাল ভূরুঙ্গামারী থানা একটি জিডি করা হবে।


সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির পক্ষ থেকে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।