জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের পর বিক্ষোভে নেমেছেন ছাত্রীরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রীদের হলের দিকে যায়। সেখানে প্রতিটি হলে ঢুকে আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান ছাত্রীরা।
হলের ফটকে তালা দিয়ে প্রশাসন ছাত্রীদের ভেতরে আবদ্ধ করে রাখলে ছাত্রীরা তালা ভেঙে হলে ঢুকে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, বেগম সুফিয়া কামাল হল, প্রীতিলতা হল, জাহানারা ইমাম হলের তালা ভেঙে ভেতরে ঢুকে ছাত্রীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রীদের বিক্ষোভ চলছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।