আশাশুনিতে ভূমিহীন পরিবারের জমি জবরদখল, প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ন
আশাশুনিতে ভূমিহীন পরিবারের জমি জবরদখল, প্রতিবাদে মানববন্ধন

আশাশুনির সুভদ্রাকাটি গ্রামের ৩৫টি ভূমিহীন পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার বিকালে প্রধান সড়কে জমি জবরদখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাদের ন্যায্য জমির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই ৩৫টি ভূমিহীন পরিবার ২০০১ সালে কপোতাক্ষ নদের তীরে ৪৫ বিঘা জমি একসাথে ডিসিআর কেটে ভোগদখলে ছিল। শুরুতে তারা বাঁধ দিয়ে জমি ভোগদখল করলেও ২০০৫ সালে সরকার ওই ডিসিআর রদ করে বিসিক লবণ প্রকল্প চালু করে। ২০০৯ সালে আইলা ঝড়ের ফলে লবণ প্রকল্প বন্ধ হয়ে গেলে পরিবারগুলো তাদের জমিতে আবার বসবাস শুরু করে। তবে ২০১০ সালে সোহরাব বাহিনী তাদের জমি জবরদখল করে এবং দলীয় প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন আইনগত ব্যবস্থা গ্রহণ করে।


এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা অভিযোগ করেন, ২০১০ সালে আদালতে মামলা করার পর সোহরাব বাহিনী আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি রেভিনিউ ফাঁকি দিয়েছে। ২০২৪ সালের জুন মাসে ভূমিহীনরা আবার জমি দখল করতে গেলে ৫ আগস্ট, বিএনপি নেতাদের ছত্রছায়ায় সোহরাব বাহিনী তাদেরকে আবারও জমি থেকে বেদখল করে দেয়। এরপর তারা পুনরায় আদালতে স্থগিতাদেশ নিয়ে জমিতে ফিরে যাওয়ার চেষ্টা করলেও, সোহরাব বাহিনী তাদেরকে জমিতে প্রবেশ করতে দেয়নি।


এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী ভূমিহীনরা জানান, তারা দীর্ঘদিন ধরে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছেন। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভূমিহীন পরিবারগুলোর ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাদের দাবি, সোহরাব বাহিনীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা এবং ভূমিহীন পরিবারগুলোর পাশে দাঁড়ানো।