রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম গ্রেপ্তারের পর ওই থানার কক্ষ থেকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুষ্টিয়া থেকে গ্রেপ্তার হওয়া শাহ আলমকে বুধবার ঢাকায় আনা হয়। এরপর তাকে উত্তরা পূর্ব থানার বর্তমান ওসির কক্ষে রাখা হয়েছিল। তবে বৃহস্পতিবার সকালে তিনি সেখান থেকে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় থানায় ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। তার খোঁজে অভিযান চালানো হচ্ছে। থানার ভেতর থেকে একজন আসামির পালিয়ে যাওয়া নিয়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।
এ ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। শাহ আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্র জানায়।
গ্রেপ্তার হওয়ার পরও সাবেক এই ওসির পালিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। কিভাবে থানা কক্ষ থেকে একজন আসামি পালাতে পারে, তা নিয়ে সমালোচনা চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।