রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চারুকলা সংলগ্ন রেললাইনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার রাবি চারুকলা অনুষদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টায় রাজশাহী রেলওয়ে পুুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে এখনও তার কোন পরিচয় জানা যায় নি বলে জানান তিনি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধা মহিলা আত্মহত্যা করেছেন বলে ধারণ করা হচ্ছে।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ ইকবাল বলেন, রাবি চারুকলা এলাকা থেকে এক বৃদ্ধা মহিলার খন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।