ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা: বাসমালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনা: বাসমালিক গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাসটির মালিক ডাব্লিউ ব্যাপারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়েছিল, তবে এর কোনো ফিটনেস সনদ ছিল না। এমনকি নেশাগ্রস্ত ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালকের হাতে বাসটি চালানোর দায়িত্ব দেওয়া হয়। 


এ ঘটনায় নিহতদের স্বজনদের দায়ের করা মামলায় বাসমালিককেও আসামি করা হয়। মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 


এর আগে, দুর্ঘটনার সঙ্গে জড়িত চালক মোহাম্মদ নুর উদ্দিন ও তার সহকারীকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব ও হাইওয়ে পুলিশ। 


শুক্রবার দুপুরে এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া টোলপ্লাজায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাসটির ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। 


পুলিশ জানায়, ফিটনেসবিহীন বাস ও অদক্ষ চালকের কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে চালক ও সহকারীকে আটক করে। 


এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবার শোকাহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। 


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাসমালিক ও চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে তদন্তের মাধ্যমে দায়িত্বহীনতার পুরো চিত্র উন্মোচন করা হবে। 


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নতুন করে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।