ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪ ০৩:৫৩ অপরাহ্ন
ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি

ঝিনাইদহের ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবির পক্ষে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছে। তাদের দাবির মধ্যে রয়েছে ১০ম গ্রেডে নিয়োগের সুযোগ, একাডেমিক কোর্সের মেয়াদ বহাল রাখা এবং অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঝিনাইদহ-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে ঝিনাইদহ ম্যাটসের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান ও আবুবকর। বক্তারা তাদের দাবি আদায়ে নানা ধরনের স্লোগান দেন। তারা বলেন, “৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন। স্বাস্থ্য খাতে যেসব অনিয়ম চলছে তা তদন্ত করা উচিত এবং ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে:
১. ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ ও সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি
২. ৪ বছরের একাডেমিক কোর্স বহাল রাখা
৩. অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন
৪. ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ
এছাড়া, স্বতন্ত্র 'মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ' গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচি ও দাবির বিষয়ে স্থানীয় প্রশাসন এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে তারা আশাবাদী যে, সরকার তাদের যৌক্তিক দাবির প্রতি গুরুত্ব দিবে এবং দ্রুত সমাধান করবে।