ভূঞাপুরে 'আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার' শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার ১১ই নভেম্বর ২০২৩ ০৭:০৯ অপরাহ্ন
ভূঞাপুরে 'আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার' শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ে (নলছিয়া) এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় উপজেলার ৪০ টি প্রতিষ্ঠানের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর মোট ৫৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে কলম উপহার দেওয়া হয়।


এসময় পরিক্ষার হল পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার, আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের সভাপতি, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমেন সরকার, ভূঞাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান মাস্টার, মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম, সহকারী প্রধান শিক্ষক শাহবাজ উদ্দিন, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, সাংবাদিক কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, হাসান মাহমুদ প্রমুখ।


আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের সভাপতি মুহাম্মদ আব্দুল মতিন সরকার বলেন, এই বৃত্তি পরীক্ষাটি ২০১৯ সাল থেকে আয়োজন করে আসছি। করোনাকালে ২ বছর বন্ধ ছিল। গতবছর থেকে আবারো বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। বিগত বছরের তুলনায় এবছরের পরীক্ষায় বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই পরিক্ষা আগামীতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।