পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সোমবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ এর পুরস্কার বিতরণ এবং শিক্ষার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলাম, কাউখালী সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, কাঠালিয়া পিজিএস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন মাহমুদ, রঘুনাথপুর ইজিএস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক তানভীর আহমেদ, কেউন্দিয়া শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদার, হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার প্রমুখ।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।