এইচএসসিতে দেশ সেরা বরিশাল, পাসের হার ৮০.৬৫

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: রবিবার ২৬শে নভেম্বর ২০২৩ ০৭:২৯ অপরাহ্ন
এইচএসসিতে দেশ সেরা বরিশাল, পাসের হার ৮০.৬৫

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফল অনুযায়ী এ বছর এইচএসসিতে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। বোর্ডভিত্তিক ফলাফলে পাসের হারে সবার ওপরে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫ শতাংশ। এদিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে ঝালকাঠি জেলা সবার শীর্ষে রয়েছে। আর সবার নিচে রয়েছে পটুয়াখালী জেলা। রবিবার বেলা ৩টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। বরিশাল শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট ও শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়নে শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের প্রচেষ্টায় এ সফলতা এসেছে।


বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে এ বছর অংশ নেওয়া ৩৩৫টি কলেজের মধ্যে ১৩টির শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। বরিশাল বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৯৯৩ জন। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ১ হাজার ৯৭৪ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৬২১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। তবে পাসের হার সবচেয়ে বেশি ব্যবসায় শিক্ষা বিভাগে। এরপর রয়েছে যথাক্রমে বিজ্ঞান ও মানবিক।


এদিকে বরিশাল বোর্ড পাসের দিক থেকে দেশ সেরা হলেও এ বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের পাসের হার ৮০ দশমিক ৬৫ শতাংশ। যা গত বছর ছিল ৮৬ দশমিক ৯৬ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিল ৭ হাজার ৩৮৬ জন।


এ বছর বরিশাল বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল ৬৮ হাজার ৩৯৩ জন। তাদের মধ্যে অংশ নিয়েছে ৬৭ হাজার ৪৬৫ জন। পাশ করেছে ৫৪ হাজার ৪১৪ জন। বহিষ্কার হয়েছে ৪১ জন।


বরিশাল সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোসাম্মৎ সালমা বেগম বলেন, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের সঠিক মনোযোগের কারণে বরিশাল বোর্ড এবার দেশ সেরা হয়েছে।


সরকারি ব্রজমোহন বিশ^বিদ্যালয় কলেজ (বিএম কলেজ) প্রিন্সিপাল ড. মো. গোলাম কিবরিয়া বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা পাঠদানে যথেষ্ট আন্তরিক ছিলেন। বোর্ড নির্ধারিত কারিকুলামে গুরুত্ব দিয়েছেন শিক্ষকরা। এছাড়া অভিভাবকদের সহযোগিতাই এ ফলাফল অর্জনে মুখ্য ভুমিকা রেখেছে।


বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অরুন কুমার গাইন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে বোর্ড কর্তৃপক্ষ, সকল কলেজের শিক্ষকরা আন্তরিকতার সাথে কাজ করেছে। এছাড়া কোন কলেজে অনিয়মের সংবাদ পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধিতে শিক্ষকরা ভুমিকা রেখেছেন বলেই আজ দেশ সেরা ফলাফল অর্জন করেছে বরিশাল বোর্ড। ভবিষ্যতে এ ফলাফলের ধারাবাহিকতা রক্ষায় সকলকে আরো আন্তরিক ও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি।