বরিশালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ২রা অক্টোবর ২০২৩ ০৬:২৫ অপরাহ্ন
বরিশালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল সদর উপজেলায় ৩০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীদের কে নগদ ৪ হাজার টাকা ও ১ হাজার টাকার  শিক্ষা উপকরণসহ মোট ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।


সোমবার সকালে বরিশাল সদর উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষাবৃত্তি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।


এসময় তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ ও  শিক্ষা উপকরণসহ মোট ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন।


ইউএনও বলেন, বিদ্যানন্দ দীর্ঘ দিন যাবত বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে আসছে। শিক্ষাবৃত্তি প্রদান খুবই ভাল একটা উদ্যোগ। বরিশাল সদরের শিক্ষার্থীদের এর আওতায় নিয়ে আসায় বিদ্যানন্দকে ধন্যবাদ জানান।  শিক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন কাজ   অব্যাহত রাখবে।


এবিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের,  প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। বিষয় করে নারী শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাচ্ছে।