পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থীরা পেল নতুন বই। সারাদেশের নেয় কাউখালীতে আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১২ টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে উপজেলার সরকারি বালক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ড, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা কর্মকতা আব্দুল হাকিম, শিক্ষাঅনুরাগী আব্দুল লতিফ খসরু সহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।