করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২৬ জুন) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানান, লকডাউন বিষয়ে আগের সরকারি সিদ্ধান্ত অনুসারে বিভিন্ন বিভাগের পরীক্ষা রোববার থেকে স্থগিত করা হয়েছিল।
কিন্তু সারাদেশে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে ১ জুলাই থেকে। তাই বিভিন্ন অনুষদের ডিনবৃন্দের সাথে মৌখিকভাবে পরামর্শক্রমে পরবর্তী সরকারি প্রজ্ঞাপন না আসা পর্যন্ত নির্বাহী আদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ৩০ জুন পর্যন্ত চলবে।
এর প্রায় চার ঘণ্টা আগে শনিবার সন্ধ্যায় উপাচার্যের সভাপতিত্বে জরুরি এক ভার্চ্যুয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।
এদিকে, পরীক্ষা ৩০ জুন পর্যন্ত চলমান থাকায় রোববার (২৭ জুন) শিক্ষার্থীদের ঢাকা পৌঁছে দেয়ার জন্য যে চারটি বাস বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেগুলোও যাবে না বলে জানা গেছে।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।