রাবিতে জনসমাগম সম্পৃক্ত সকল অনুষ্ঠান স্থগিতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১১ই মার্চ ২০২০ ০৮:২৪ অপরাহ্ন
রাবিতে জনসমাগম সম্পৃক্ত সকল অনুষ্ঠান স্থগিতের ঘোষণা

করোনা ভাইরাসের কারণে জনসমাগম সম্পৃক্ত যেকোনো ধরনের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন কমিটির এক সভায় এ সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়।

মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য অধ্যাপক মলয় কুমার ভৌমিক জানান, করোনা ভাইরাসের কারণে মুজিববর্ষ উদযাপনের ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের মূল আয়োজন স্থগিত করা হয়েছে, তাই রাবিতেও মুজিববর্ষ উদযাপনের জনসমাগমসম্পৃক্ত অনুষ্ঠানগুলো স্থগিত করেছি। একইসঙ্গে ক্যাম্পাসে যেকোনো ধরনের জনসমাগম সংশ্লিষ্টতা থাকে এমন অনুষ্ঠানগুলো আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, আগামী ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন ছোট ছোট অনুষ্ঠানগুলো আমরা উদযাপন করব। শুধু যে অনুষ্ঠানগুলোতে বেশি মানুষের সমাগম হয়, সেই ধরনের অনুষ্ঠানগুলো আমরাই স্থগিত করেছি। আজ থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, মুজিববর্ষ উদযাপন কমিটির বৈঠক ছিল সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে ক্যাম্পাসে জনসমাগম সম্পৃক্ত অনুষ্ঠানগুলো করা ঠিক হবে না। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সকল ধরনের জনসমাগম প্রতিষ্ঠানগুলো আমরা স্থগিত করলাম। পরবর্তীতে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব