নিম্নবিত্তদের মাঝে জবির সাবেক ছাত্রলীগ নেতার ঈদ উপহার
লকডাউনে মানুষ কর্মহীন হয়ে পরেছে। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলো এমনিতেই শংকায় দিন কাটাচ্ছে। তার মাঝে আবার ঈদের আগমন। চিন্তার ভাঁজ ছুটছে না আর। এমন পরিস্থিতিতে পরিবারের সহায়তায় ব্যাক্তি উদ্যোগে ১০০ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার নুরুজ্জামান নবীন।
এর আগে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডে করোনা পরিস্থিতি ও রমজান মাস বিবেচনায় প্রতি শুক্রবার বিনামূল্যে এবং অন্যদিন আর্থিক ভর্তুকি দিয়ে অলাভজনক ভ্রাম্যমাণ শাক-সবজি সেবা দিয়েছেন তিনি। শনিবার (২২ মে) দুপুর ২টায় ভাটার থানার বাঁশতলা এলাকায় তিনি নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহারের প্যাকেট তুলে দেন।
এ বিষয়ে খন্দকার নুরুজ্জামান নবীন বলেন, ‘রমজানের শুরু থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ ও ১৮ নম্বর ওয়ার্ডে অলাভজনকভাবে সবজি সেবা দিয়েছি এবং প্রতি শুক্রবার বিনামূল্যে সবজি বিতরণ করেছি। যেহেতু সামনে ঈদ তাই পরিবারের আর্থিক সহায়তায় নিজে উদ্যোগে কিছু উপহার দিলাম। এটা একদমই উপহার হিসেবে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই আমার এ উপহার চলমান থাকবে। এতদিন আমি যতটুকুন সম্ভব করেছি সবটুকুই আমার উপহার। এছাড়াও ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক ভাইসহ আমার এ উদ্যোগটিতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।