প্রকাশ: ৬ মার্চ ২০২১, ২০:৪৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের তত্ত্বাবধানে "বৈষ্ণব নাট্যের ইতিহাস ও স্বরূপ" শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন সৈয়দ মামুন রেজা।গতকাল সিন্ডিকেটর সভায় এই পিএইচডির স্বীকৃতি দেওয়া হয়।
সৈয়দ মামুন রেজা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। ঐতিহ্যবাহী বাংলা নাট্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য ক্ষেত্র বৈষ্ণব নাট্যধারার ইতিহাস, বিষয়বস্তু, পরিবেশনারীতি, প্রায়োগিক চর্চা, এর সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে এই গবেষণা।
পিএইচ.ডি. ডিগ্রি অর্জন কারী সৈয়দ মামুন রেজা বলেন,আমার জীবনের অন্যতম অর্জন এটি।মিল্টন বিশ্বাস স্যার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ।
এ ব্যাপারে অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দুইটি পিএইচডি কার্যক্রম আমার তত্বাবধানে হয়েছে।আরো কয়েকজন পিএইচডি নিয়ে কাজ করছে।এটা খুবই আনন্দের বিষয়।
উল্লেখ্য, এর আগে ব অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন মিজানুর রহমান মোল্লা।এটি বাংলা বিভাগের দ্বিতীয় পিএইচডি।