প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১২:৭

বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে দীর্ঘ সময় ধরে সাফল্য দেখালেও সাম্প্রতিক বছরগুলোতে এই অগ্রগতির গতি দৃশ্যমানভাবে কমে এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ‘বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য মূল্যায়ন ২০২৫’ শীর্ষক সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে দারিদ্র্য হ্রাসের প্রবণতা ধীর হয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কম অন্তর্ভুক্তিমূলক হয়ে পড়েছে। ফলে প্রবৃদ্ধির সুফল বেশি পাচ্ছেন ধনী জনগোষ্ঠী; আয় বৈষম্য বাড়ছে, কমছে দরিদ্র মানুষের সম্ভাবনা।
