দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে জয়পুরহাটের পাঁচবিবিতে দুই দিন ব্যাপি ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার সাড়ারপাড়া ফুটবল ক্লাবের আয়োজনে সাড়ারপাড়া মাঠে এই খেলার উদ্বোধন করেন কুসুম্বা ইউনিয়ন যুবনেতা রাকিব হোসেন। এসময় সেখানে সাড়ারপাড়া ফুটবল ক্লাবের সভাপতি সৌরভ হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদ ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। দুই ব্যাপি খেলায় ৮ টি দল অংশ গ্রহন করবেন।
উদ্বোধনী খেলা অংশ গ্রহন করেন বেতগাড়ি ফুটবল একাদশ বনাম জয়পুরহাট ফুটবল একাডেমি।
খেলা আয়োজক কমিটি সভাপতি জানান,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে দুই দিনব্যাপি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। আগামীকাল রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার উদ্বোধন ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আনিছুর রহমান আনিছ, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক নয়ন হোসেন প্রধান, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, সাড়ারপাড়া বিশিষ্ট ব্যবসায়ী রহেদুল ইসলাম ও রায়হান আলী।