
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৮

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, গত কয়েক বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ায় দেশের আর্থিক খাত মারাত্মকভাবে সংকুচিত হয়েছে। এর ফলে একসময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে কমে প্রায় ২০ বিলিয়ন ডলারে নেমে আসে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে টাকা ছাপিয়ে নয়, বরং প্রাকৃতিক ও টেকসই উপায়ে অর্থ সরবরাহ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
