পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদক কারবারে বাধা দেওয়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী ওয়ার্ড এলাকায়। আহত ইউপি সদস্যের নাম নজরুল ইসলাম (৬১)। তিনি বর্তমানে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালকাঠী ইউনিয়নের সিএনবি রোডে ব্রিজের ঢালে মাদ্রাসার সামনে পার্শ্ববর্তী চিড়াপাড়া ইউনিয়নের সীমানায় একটি ছোট খালের ওপর সাঁকো ছিল। ওই সাঁকো ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক কারবারিরা সহজে পারাপার হয়ে মাদক কেনাবেচা চালিয়ে আসছিল। বিষয়টি নজরে আসলে ইউপি সদস্য নজরুল ইসলাম সাঁকোটি তুলে দেন। তবে মাদক কারবারিরা পুনরায় সাঁকো স্থাপন করে।
শুক্রবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নজরুল ইসলাম ওই স্থানে মাদক বেচাকেনার প্রতিবাদ করেন। এ নিয়ে তার সঙ্গে জিবগা সাতুরিয়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে ফেরদৌস, মাহবুব হোসেন এবং শিয়ালকাঠী গ্রামের শাহীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
নজরুল ইসলামের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ফেরদৌসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আহত ইউপি সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার বড় ভাই আহসানুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছেন।