https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ব্যাংক ঋণের নামে ৯২ হাজার কোটির অধিক টাকা লোপাট: সিপিডি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ২০:১৭

শেয়ার করুনঃ
ব্যাংক ঋণের নামে ৯২ হাজার কোটির অধিক টাকা লোপাট: সিপিডি

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংক ঋণের নামে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট করা হয়েছে। এ ছাড়া ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোকে ১৫ হাজার ৭০০ কোটি টাকা মূলধন জোগান দিয়েছে আওয়ামী লীগ সরকার।

আজ সোমবার রাজধানীতে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনার বিষয়ে সিপিডির এক আলোচনায় এসব তথ্য জানানো হয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ৪৭ থেকে ৬৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে। 

এ সময় আলোচকেরা বলেন, ব্যাংক খাতের ওপর জনগণ আস্থা হারালে আর্থিক খাতে বড় ঝুঁকি তৈরি হবে। সুশাসন ফেরাতে ব্যাংক রিফর্ম কমিশন গঠনের প্রস্তাব দেন তাঁরা। সেই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যাংকের লাইসেন্স না দেওয়ার পরার্মশ দিয়েছে সিপিডি।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সরকারের সাবেক কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর না করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। সেই সাথে নিয়ম অনুযায়ী সব নিয়োগ দেওয়ায় জোর দিয়েছে সিপিডি।

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, যেদিন থেকে কার্যকর

জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা, যেদিন থেকে কার্যকর

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য পরিবর্তন সত্ত্বেও সরকারের পক্ষ থেকে দেশীয় বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, আগামী ১ এপ্রিল থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের দাম একই থাকবে। এতে বলা হয়, বিশ্ববাজারে তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য

রিজার্ভে সুখবর, ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো

রিজার্ভে সুখবর, ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো

ঈদের আগে মার্চ মাসে রেকর্ড রেমিট্যান্স প্রবাহের পর এবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে সুখবর দিলো কেন্দ্রীয় ব্যাংক। মাস শেষ হওয়ার আগেই মোট রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।   বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।   আন্তর্জাতিক মুদ্রা তহবিল

মার্চের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স ২৯৫ কোটি ডলার

মার্চের প্রথম ২৬ দিনে রেমিট্যান্স ২৯৫ কোটি ডলার

চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ২৯৫ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, এটি দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের একটি দৃষ্টান্ত। প্রতিদিন গড়ে আসছে প্রায় ১১.৩৪ কোটি ডলার বা ১৩৮৪ কোটি টাকা, যা অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত।   বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল

"মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক"

"মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক"

বাংলাদেশ ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) যেমন বিকাশ, নগদ ও রকেটে লেনদেনের সীমা বৃদ্ধি করেছে। নতুন নির্দেশনায় একজন গ্রাহক এখন দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা জমা করতে পারবেন, যা আগে ৩০ হাজার টাকা ছিল। মাসিক জমার সীমা বেড়ে হয়েছে ৩ লাখ টাকা, পূর্বে যা ছিল ২ লাখ টাকা।   উত্তোলনের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। এখন থেকে দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং

৯দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

৯দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ৯ দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, বন্দরের অভ্যন্তরীণ লোড-আনলোড কার্যক্রম চলমান থাকবে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক জানান, গত ১৭ মার্চ ভারতের হিলি এক্সপোর্ট