
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ২০:২০

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ব্যয় সংকোচন ও ঋণ নির্ভরতা কমানোর প্রত্যাশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, অতীতের যেকোনো সময়ের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে সরকার সর্বোচ্চ পরিমাণ ঋণ গ্রহণ করেছে। এ সময়ে দেশি ও বিদেশি উৎস মিলিয়ে সরকার ঋণ নিয়েছে ৩ লাখ ২৮ হাজার ২৪৯ কোটি টাকা। ফলে সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকায়।
