টানা বৃষ্টি ও নদীতে অস্বাভাবিক জোয়ারের পানিতে বরিশাল বিভাগে ১২ হাজার ১৪৩টি পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে প্রায় সাড়ে ২২ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা।
রবিবার সকালে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, অতিবৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে বরিশাল বিভাগের চার জেলায় পুকুর ও ঘের ভেসে যাওয়ায় মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে।
সূত্রমতে, বিভাগের পিরোজপুরে ৮১০টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে এক কোটি ১১ লাখ টাকা, বরগুনায় ছয় হাজার ৩৪টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে তিন কোটি ২০ লাখ টাকা,
পটুয়াখালীতে পাঁচ হাজার ২৩৫টি পুকুর ও ঘের প্লাবিত হয়ে ১৮ কোটি টাকা এবং ভোলায় ৫৫টি পুকুর ও ঘের ভেসে যাওয়ায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ঘূর্ণিঝড় ছাড়া ভারী বর্ষণে এতো ক্ষতি হবে তা এ অঞ্চলের কেউ ভাবতেও পারেনি।
পিরোজপুরের মৎস্য ব্যবসায়ী ফারুখ খান জানান, নদীতে অস্বাভাবিক জোয়ার হওয়ায় সেই পানি পুকুর-নালায় ঢুকে পড়েছে। তাছাড়া গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতেও পানি বৃদ্ধি পেয়ে মাছের ঘের তলিয়ে গেছে।
কলাপাড়ার মৎস্য ব্যবসায়ী সাইফুল সিকদার জানান, প্রবল বর্ষণে তার ৫টি মাছের ঘের তলিয়ে গেছে। পাশাপাশি একাধিক চাষীদের জমির ফসল নষ্ট হয়ে গেছে।
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গল ও বুধবার বরগুনা জেলায় ২৬২ মিলিমিটার বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্ণিমার জ্যো থাকায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তাছাড়া শনিবার থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।