
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২১:১২

বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভিসা ইস্যুর কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সীমিত কর্মী ও সক্ষমতাজনিত নানা চ্যালেঞ্জের মধ্যেও ভিসা কার্যক্রমকে গতিশীল করতে ভারতীয় হাইকমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত ‘ফার্মা কানেক্ট’ নামের নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান প্রণয় ভার্মা।
