গাজায় ইসরায়েলি হামলায় ট্রাম্পের পূর্ণ সমর্থন - যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২১শে মার্চ ২০২৫ ০৩:৫৬ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি হামলায় ট্রাম্পের পূর্ণ সমর্থন - যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নারকীয় হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ ফিলিস্তিনি। গত কয়েকদিনে চলমান এই হামলায় নিহতদের মধ্যে ২০০ শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ১০৪২ জন। বিশ্বজুড়ে ইসরায়েলের এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়লেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন।  


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট শুক্রবার (২১ মার্চ) জানান, ট্রাম্প গাজায় ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণকে “পূর্ণ সমর্থন” করেন। তিনি গাজায় চলমান গণহত্যার জন্য হামাসকে দায়ী করেছেন। লিভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও আইডিএফকে সম্পূর্ণ সমর্থন করেন। হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়, তবে তাদের চড়া মূল্য দিতে হবে।”  


চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল তা একতরফাভাবে লঙ্ঘন করে। গত মঙ্গলবার থেকে গাজায় ব্যাপক হামলা চালিয়ে ইসরায়েল প্রায় ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। বৃহস্পতিবারের হামলায় কমপক্ষে ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।  


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উত্তরাঞ্চলের জরুরি পরিষেবার প্রধান ফারেস আওয়াদ বলেন, “বেইত লাহিয়ার জনগণের জন্য এটি ছিল এক রক্তাক্ত রাত। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছেন। পরিস্থিতি ভয়াবহ।”  


ট্রাম্পের এই সমর্থন ও হামাসকে দায়ী করার বিষয়টি ফিলিস্তিনি জনগণের জন্য বেদনাদায়ক। গাজায় চলমান এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জরুরি হস্তক্ষেপের দাবি উঠেছে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছে বিশ্ব নেতাদের প্রতি।  


এদিকে, গাজা থেকে পাল্টা হামলা চালিয়ে হামাস ইসরায়েলের তেলআবিবে রকেট নিক্ষেপ করেছে। এই সংঘাতের ফলে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এই হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে।  


গাজায় চলমান এই সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুদ্ধবিরতি ফিরিয়ে আনার জন্য বিশ্ব নেতাদের আহ্বান জানানো হচ্ছে।