রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটায় অভিযানে ৪ গ্রাম হেরোইন ও নগদ ৮ হাজার টাকাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত মাদককারবারী হলেন, রাজবাড়ী সদর এর সোনাকান্দা এলাকার মৃত জয়নাল ফকির এর ছেলে মোঃ মনিরুদ্দিন ফকির (৩৭)।
থানা পুলিশ জানায়, রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ৪গ্রাম হেরোইন ও মাদক বিক্রিত ৮ হাজার টাকাসহ তাকে হেরোইন সহ গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয় এবং আটককৃত মাদককারবারীদেরকে সোমবারে আদালতে সোপর্দ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।