প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া ২০০৩ সালের স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) বহাল রাখা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করেছিল, এ রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের এ সিদ্ধান্ত সরকার রহিত করেছে।”
উল্লেখ্য, ২০১৬ সালে জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। তবে সুপ্রিম কোর্টের রায়ে এই সিদ্ধান্তের কোন নির্দেশনা না থাকায়, তা পুনর্বিবেচনা করে পুরস্কার বহাল রাখা হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের একজন বিশিষ্ট সেনানায়ক হিসেবে তার অসামান্য ভূমিকা রেখেছেন। তাকে দেওয়া স্বাধীনতা পুরস্কার তার মুক্তিযুদ্ধের অবদানকে মূল্যায়ন করে দেওয়া হয়েছিল।
এ সিদ্ধান্তের ফলে, জিয়াউর রহমানের অবদান ও বাংলাদেশের স্বাধীনতার জন্য তার সংগ্রামকে আরও একবার সম্মানিত করা হলো।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।