মমিন হত্যার বিচারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নেছার উদ্দিন খান, স্টাফ রিপোর্টার, সাভার:
প্রকাশিত: শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২৭ অপরাহ্ন
মমিন হত্যার বিচারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

সাভারের আশুলিয়ায় মমিনুল ইসলাম মমিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী সহ নিহতের স্বজনরা। এ সময় তারা হত্যার মূলহোতা রুবেল হোসেন মুন্সিকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। 


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 


এরআগে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা, যা আশুলিয়া প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। 


মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, মমিন হত্যারকান্ডের মূলহোতা রুবেল এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে এমন কোনো অপরাধ নাই যার সাথে সে জড়িত না। সে মমিনকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকারীকে গ্রেপ্তার করে তার ফাঁসির দাবি জানাই।


আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকারবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে নিহতের পরিবার ও স্বজনরা সহ এলাকার দুই শতাধিক জনসাধারণ অংশ গ্রহণ করেন।


প্রসঙ্গত যে, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা 'সি ব্লক' এলাকায় মমিনুল ইসলাম মমিন নামের এক যুবককে কুপিয়ে গুরুত্ব আহত করে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রাত আড়াইটার দিকে সে মারা যায়।


পরে এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৬জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলার প্রধান আসামি রুবেল হোসেন মুন্সি এখনো পলাতক রয়েছে।