স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, সাতক্ষীরায় চাঞ্চল্য এই রহস্য !

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি-সাতক্ষিরা
প্রকাশিত: শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৫ অপরাহ্ন
স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা, সাতক্ষীরায় চাঞ্চল্য এই রহস্য !

সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এক নারী স্বামীকে হত্যার পর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ ও তার দ্বিতীয় স্ত্রী নাজমিন। আবুল কালাম আজাদ কলারোয়া থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন এবং কাপড়ের ব্যবসা করতেন।


স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদের দুটি বিয়ে ছিল। তবে বড় স্ত্রী শারমিনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। দ্বিতীয় স্ত্রী নাজমিন একসঙ্গে বসবাসের দাবি জানিয়ে শারমিনকে ফোন করেন। শারমিন রাজি না হওয়ায় ক্ষোভে নাজমিন চরম সিদ্ধান্ত নেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি স্বামীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।


ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল, ‘আমি সব কিছু শেষ করে দিলাম। আমি ২টা ৩১ মিনিটে মারছি, এবার আমিও মরছি। একা হলেও বাঁচব না, কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে। তাই আমরা দুইজন মরে গেলাম। এবার তোমরা সংসার কর ভালো করে। আর কেউ বিরক্ত করবে না।’


এছাড়াও, নাজমিন তার স্বামীর বুকের ওপর কলম দিয়ে লিখে যান, ‘স্যরি জান, আই লাভ ইউ’। পুলিশ মনে করছে, হত্যার পর তিনি নিজেও আত্মহত্যা করেছেন। এই চিরকুট ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।


সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।


এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহের জেরে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা সবাইকে হতবাক করেছে। আত্মহত্যার আগে লিখে যাওয়া চিরকুটটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।


পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নাজমিন কেন এই চূড়ান্ত পদক্ষেপ নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।