প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০:৫৫
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১টি চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে রুহিয়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে রুহিয়া থানাধীন ১নং রুহিয়া ইউনিয়নের ঘুরনগাছ নামক এলাকা থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় একজনকে ।
আটককৃত - সুমন(২৩)১নংরুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্টপুর গ্ৰামের আব্দুল মান্নান (চামরিয়ার)এর ২য় ছেলে বলে জানা যায়।
এসআই লুৎফর রহমান জানান, গত ২৪ এপ্রিল রাতে রুহিয়া থানাধীন ১৪নং রাজাগাঁও ইউনিয়নে মৃত- সফিজ উদ্দীনের ছেলে আহসান হাবীব (পশু চিকিৎসক) একটি কালো রঙের হোন্ডা সিবি টাইগার ১৫০ সিসি মোটরসাইকেল বাড়ী থেকে চুরি হয়। এ ঘটনায় আহসান হাবীব থানায় মামলা করেন। পরে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)সোহেল রানার নির্দেশনায় থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা মাধ্যমে খবর পাই মোটরসাইকেলটি পঞ্চগড় জেলায় বিক্রি জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাৎক্ষণিক রুহিয়া থানাধীন ঘুরনগাছ এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে সুমনকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হই ।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন,মোটরসাইকেলটি চুরির পর থানায় মামলা হয়।থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোর সুমন আলীকে মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে সক্ষম হয়।তাহার বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে ।