ফরিদপুরে পিতা হত্যায় অভিযুক্ত পুত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই ডিসেম্বর ২০২২ ০৬:০৬ অপরাহ্ন
ফরিদপুরে পিতা হত্যায় অভিযুক্ত পুত্র গ্রেফতার

ফরিদপুরে পিতার হত্যাকারী পুত্রকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ সদস্যরা। মঙ্গলবার ভোর রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে নাইম ফকির (১৯) নামের ঘাতককে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পে এ বিষয়ে মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 


র‌্যাব জানায়, গত ১০ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গার ছিলারধর চর সদরদী এলাকায় ছেলে নাইম ফকিরের হাতে নির্মমভাবে খুন হন তার পিতা কিবরিয়া। এ ঘটনার পর থেকে নাইম পালিয়ে ছিল।


র‌্যাব সদস্যরা গোপন তথ্যের ভিক্তিতে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সাভার মডেল থানা পুলিশের সহযোগীতায় পিতার হত্যাকারী পুত্র নাইম ফকিরকে গ্রেফতার করা হয়। নাইমকে ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।