নওগাঁয় দূর্বত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বুধবার ২৫শে জানুয়ারী ২০২৩ ০৫:৪৫ অপরাহ্ন
নওগাঁয় দূর্বত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নওগাঁয় দূর্বত্তের ছুরিকাঘাতে ইমন হোসেন(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের কছিমের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন ওই ইউনিয়নের ভবানিপুর গ্রামের চা দোকানি সাইদুল ইসলামের ছেলে।


স্থানীয়রা জানান, বগুড়ার সান্তাহার থেকে ইমন হোসেন মোটরসাইকেল যোগে এসে বোয়ালিয়া ইউনিয়নের কছিমের মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন অজ্ঞাত যুবক সেখানে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তবে কি কারনে কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানেনা স্থানীয়রা।


নওগাঁ সদর থানার ওসি-অপারেশন আব্দুল গফুর বলেন, যুবক ইমন হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ হাসপাতালে আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।