পটুয়াখালীর মহিপুরে ২০ কেজি হরিণের মাংসসহ দুই হরিণ শিকারী মাসুম বিল্লাহ (৪৪) ও হাসান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাসুম বিল্লাহ (৪৪) পাথরঘাটা উপজেলার দক্ষিন চর দুয়ানী গ্রামের রুস্মত আলীর ছেলে। আর হাসান(৩৫) কুয়াকাটা পৌর এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে।
শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরন করলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরন করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাত দশটায় মহিপুর থানার আলীপুর স্লুইসগেট সংলগ্ন খাপাড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকার উপর থেকে এসব হরিনের মাংস সহ দুই শিকারীকে গ্রেফতার করা হয়। তারা সুন্দরবনে রশি দিয়ে ফাঁদ পেতে নৃশংসভাবে হরিন শিকার করে বিভিন্ন এলাকায় বিক্রি করে।
এ ঘটনায় বন্যপ্রানী নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।