রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ৪ কেজি গাঁজাসহ ১ নারী মাদককারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃত মাদক কারবারীরা হলো, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর এলাকার ১নং ওয়ার্ডের স্বামী আব্দুল মতিন মল্লিক এর ছেলে রাশিদা আক্তার (৪০) এবং তার স্বামী
আব্দুল মতিন মল্লিক ( ৪৭) সুকৌশলে পালিয়ে যায়।তথ্যটি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম সোমবার সন্ধ্যায় ৪ কেজি গাঁজাসহ উপরোক্ত আসামীকে তার বসতঘর থেকে হাতেনাতে আটক করা হয়। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানা ও গোয়ালন্দ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।এলাকাবাসী জানায় স্বামী-স্ত্রী দুজনে মিলে এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।