প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ২৩:৫৫
পিরোজপুরের কাউখালীতে এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামের মনিরুজ্জামান হাওলাদারের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আলামিন হাওলাদার বুধবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি যাবার পথে একই ইউনিয়নের সয়না গ্রামের মোঃ খোকনের ছেলে সবুজের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়।
এক পর্যায় সবুজ তার দলবল নিয়ে আলামিনের উপর চড়াও হয়ে হামলা করে। আলামিন গুরুতর জখম হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আলামিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
আলামিনের মা আসিফা বেগম বাদী হয় কাউখালী থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সবুজ বলেন, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে আলামিন রাস্তায় পড়ে আহত হয়েছে।