রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসির মাতুব্বর পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মজনু শেখ (৪৫) নাসির মাতুব্বর পাড়া গ্রামের আকবর শেখের ছেলে। এঘটনায় মজনু শেখের ছোট ভাই নজরুল শেখ গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে ভর্তি আছে। এ ঘটনায় গতকাল রাতে আকবর আলী শেখ ১২ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে মজনু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবং বৃহস্পতিবার সকালে মজনু শেখের বাড়ির পাশে মাঠের মধ্যে এঘটনা ঘটে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশি তারা দেওয়ানের তিন ছেলের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল মজনু শেখের। বিরোধপূর্ণ জমিতে বৃহস্পতিবার সকালে মজনু শেখ ও তার ছোট ভাই নজরুল শেখ মুড়ি পেয়াজ লাগাতে যায়। এসময় তারা দেওয়ানের তিন ছেলে লতিফ দেওয়ান, মতি দেওয়ান, রকন দেওয়ানসহ তাদের ছেলেরা মিলে ছাবল কুদাল ও কুড়াল নিয়ে দুই ভায়ের উপর হামলা করে। চিৎকার শুনে মজনু শেখের বাবা আকবর শেখ এগিয়ে গেলে তার উপর হামলা করে। হামলায় মজনু ও নজরুল গুরুত্বতর আহত। উন্নত চিকিৎসার জন্য দুই ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে বৃহস্পতিবার দিবাগত রাতে মজনু মারা যায়। ঘটনার পর থেকে অভিযুক্তদের বাড়ীতে কেউ নেই। শুক্রবার দুপুরে মজনুর বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।
উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা বলেন, আমার ইউনিয়নের নাসির মাতব্বর পাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে জমিটি মাপার জন্য আকবর আলী শেখ আবেদন করেছিলেন। এ বিষয়ে তারা দেওয়ানের পরিবারকে নোটিশ দেওয়া হলেও তাঁরা ইউনিয়ন পরিষদে আসেননি। আজ আমি শুনেছি গতকাল বৃহস্পতিবার তারা মারামারি করেছে এবং একজন রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, রাতেই মৃত্যুর সংবাদ শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত পরিবারের সবাই বাড়ি থেকে পলাতক রয়েছে। পুলিশ এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। নিহত ব্যক্তির লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।