ফার্মেসীর আড়ালে মাদক ব্যবসা, ১১হাজার পিচ ট্যাপেন্টাডলসহ দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বুধবার ২রা নভেম্বর ২০২২ ০৬:৩৩ অপরাহ্ন
ফার্মেসীর আড়ালে মাদক ব্যবসা, ১১হাজার পিচ ট্যাপেন্টাডলসহ দম্পতি আটক

নওগাঁর পত্নীতলায় ১১হাজার পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাহীন (৩৭) ও তার স্ত্রী গুলশান আরা (৩০) নামে এক দম্পতিকে  আটক করা হয়েছে।


বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজলো নিবার্হী কর্মকর্তা রুমানা আফরোজ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান চালিয়ে পুরাতন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 


সংবাদ সম্মেলনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক লোকমান হোসেন বলেন, এই দম্পতি দীর্ঘদিন যাবৎ ফার্মেসী ব্যবসার আড়ালে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট খুচরা ও পাইকারী কেনাবেচা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়িতে টাস্কফোর্স অভিযান চালিয়ে ১১ হাজার পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতিকে আটক করা হয়।


পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আটক দম্পতির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।