মা ইলিশ রক্ষা অভিযান শুরু পর গত তিনদিনে ইলিশ শিকারের অপরাধে বরিশাল বিভাগে ৫৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া এ সময়ে ১৫ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তর। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।
তিনি জানান, ইলিশ আহরণ নিষিদ্ধ মৌসুমে কেউ মাছ আহরণে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে না।
বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, সোমবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ইলিশ রক্ষায় বিভাগে মোট ১১৯টি মোবাইল কোর্ট বসে এবং ৪৬২টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযান থেকে ৭১৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া ৬৬টি মামলায় প্রায় ১ লাখ টাকা জরিমানা এবং ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, বরিশাল বিভাগে ভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনাকালে ১৩৫টি অবতরণ কেন্দ্র, ৮১৭টি মাছঘাট, ১ হাজার ৫৪৮টি আড়ত, ৯৫২টি বাজার পরিদর্শন করা হয়।
উল্লেখ্য, সরকারি নির্দেশনা অনুযায়ী গত ৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।