রাজধানীতে প্রতারণার নয়া ফাঁদ, পরিকল্পিত ‘ঝামেলা’র আড়ালে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ৫ই অক্টোবর ২০২২ ০৮:৩৮ অপরাহ্ন
রাজধানীতে প্রতারণার নয়া ফাঁদ, পরিকল্পিত ‘ঝামেলা’র আড়ালে ছিনতাই

রাজধানীর বিভিন্ন সড়কে প্রকাশ্যেই ইচ্ছাকৃতভাবে পথচারীদের সঙ্গে ‘ঝামেলা’ বাধিয়ে মারধরের পর সবকিছু কেড়ে নেয় একটি প্রতারক চক্র। তারা রাতে পথচারী কিংবা গাড়িচালকদের সঙ্গে পরিকল্পিতভাবে হট্টগোল করেন। এরপর কৌশলে তাদের টাকা-পয়সা, মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে পালিয়ে যান।


উত্তরায় ছিনতাইয়ের সময় মো. আল রাজু (২৫) ও মো. সুমন খান (২৯) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আল রাজু ঢাকা জেলার তুরাগ থানার ভাবনারটেক এলাকার নুর আলমের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অপর আসামি মো. সুমন খান পিরোজপুরের কাউখালী উপজেলার রুস্তম আলী খানের ছেলে।


মঙ্গলবার (৫ অক্টোবর) গভীর রাতে উত্তরা পশ্চিম থানার ১৩ নং সেক্টরের ১৩ নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছন উত্তরা পশ্চিম থানার ওসি মো. মোহসিন।


ওসি জানান, গ্রেফতারকৃতরা রাতে পথচারী কিংবা গাড়িচালকদের সঙ্গে পরিকল্পিতভাবে ঝগড়া শুরু করে। এরপর কৌশলে তাদের টাকা-পয়সা, মোবাইল, ল্যাপটপ ছিনিয়ে পালিয়ে যায়। ইচ্ছাকৃতভাবে ঝগড়া করে ছিনতাই করে বলে স্থানীয়দের কাছে তারা ‘গ্যাঞ্জাম পার্টি’ নামেই পরিচিত। ‘গ্যাঞ্জাম পার্টি’র মূলহোতা রাজুর ৮-১০ জনের একটি গ্রুপ আছে।