জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর রেজুয়ান হত্যা মামলার প্রধান আসামী আনিছুর রহমান (৩৩) কে আটক করেছে র্যাব- ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গরুহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আনিছুর উপজেলার পাটাবুকা জিয়ার মোড়ের মোঃ আবুল হোসেনের ছেলে।সে রেজুওয়ানকে হত্যা করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে আটক বিষয়টি নিশ্চিত করছেন র্যাব।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান বলেন, বিগত ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের অন্তর্গত জিয়ার মোড় নামকস্থানে কতিপয় কিছু সশস্ত্র সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে চাপাতি,রামদাসহ ধারলো অস্ত্র নিয়ে রেজুয়ানকে তারা কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর ফেলে রেখে যায়।পরবর্তী স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। যার নং ৫৫/৬০১।
মামলাটির তদন্ত শুরু হলে প্রধান আসামী আনিছুর রহমান আত্মগোপন করে।পরবর্তীতে র্যাব-৫ তথ্য প্রযুক্তির সাহায্যে চাঞ্চল্যকর রেজুয়ান হত্যা মামলার পলাতক আসামী আনিসুর রহমানের অবস্থান সনাক্ত আটক করা হয়।আটককৃত আসামীকে জয়পুরহাট সিআইডি কার্যালয়ে জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।