নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহ মেটাতে গিয়ে বড় ভাই ইদ্রিস মিয়ার (৪৫) টেঁটার আঘাতে ছোট ভাই শহিদ মিয়া (৪২) নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর বাখরনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদ ওই এলাকার মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পারিবারিক কলহের জেরে শহিদ মিয়া তার স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। এ সময় কলহ মেটাতে সেখানে যান বড় ভাই ইদ্রিস মিয়া। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইদ্রিস মিয়া তার ছোট ভাই শহিদ মিয়াকে দেশীয় অস্ত্র টেঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোবিন্দ চন্দ্র সরকার জানান, পারিবারিক কলহের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।